অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মশাল মিছিল

মশাল
ছাত্রদলের মশাল মিছিল

বিএনপির ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে মশাল মিছিল করেছে ছাত্রদল।

বুধবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নির্দেশনায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন নেতৃত্ব দেন। এই সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য রাজু হোসেন, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাসান মাহমূদ, সাবেক সহ-সভাপতি আশরাফু পারভেজ, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা মোহাম্মদ ফরেন, ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ইমন, ছাত্রনেতা চঞ্চল, কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক বিল্লাল, আলামিন, আশিক, হাজারীবাগ থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক জলিল, ছাত্রনেতা রহমান এবং প্রমুখ।