বাঁধনের বিনামূল্যে রক্তের খবরাখবর এবার অ্যাপেই পাওয়া যাবে

বাঁধনের লোগো
বাঁধনের লোগো © সংগৃহীত

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন’ মন্ত্রে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন বাঁধন। 

প্রযুক্তির উৎকর্ষতায় কাঙ্খিত রক্তদাতার সন্ধানকে আরো সহজতর করার লক্ষ্যে রজতজয়ন্তীতে বাঁধনের অঙ্গীকার ছিলো রক্তদাতা ও রক্তগ্রহীতার মাঝে স্বয়ংক্রিয় সরাসরি সংযোগ সাধনের জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম চালু করা। এরই অংশ হিসেবে ২০২২ সালে বাঁধন এ্যাপস তৈরীর উদ্যেগ নেওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন এ্যাপস শুভ উদ্ধোধনের অপেক্ষায়।

বাঁধন অ্যাপস স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে নতুন সংযোজন, যার মাধ্যমে সেবাগ্রহীতারা খুব সহজে এবং দ্রততম সময়ের মধ্যে নিজেই রক্তদাতার সন্ধান করতে পারবেন। দেশের যেকোনো যায়গা থেকে রোগীর অবস্থানের উপর ভিত্তি করে প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান দেবে এই এ্যাপস। রোগীর অবস্থানের পার্শ্ববর্তী  রক্তদাতাকে খুঁজতে রোগীর অবস্থান ইনপুট দিতে হবে ডিজিটাল চাহিদাপত্রে। এই এ্যাপসের মাধ্যমে  রক্তদাতা ও রক্তগ্রহীতা সরাসরি নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে উপকৃত হবে। স্বেচ্ছায় রক্তদানের ২৬ বছরের অভিজ্ঞতার আলোকে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের বিবেচ্য ইস্যুগুলো বিবেচনা করে বাঁধন এ্যাপস তৈরি করা হয়েছে; যার মূল ফোকাস ছিল রক্তদাতার সর্বনিম্ম ত্যাগের বিনিময়ে রক্তগ্রহীতা/সন্ধানকারীর সাথে কম সময়ের মধ্যে সংযোগ স্থাপন।

প্রাথমিক পর্যায়ে বাঁধন এ্যাপস-এ সারাদেশর ৬৪ টি জেলা থেকে প্রায় ৬০,০০০ রক্তদাতার তথ্য ইনপুট দেওয়া আছে এবং প্রতিদিন এই সংখা বাড়ছে এবং প্রতিনিয়ত বাড়তে থাকবে। প্রতি বছরে বাঁধন এর কার্যক্রম আছে এমন ইউনিট গুলোর নবীন ছাত্রদের মধ্য থেকে নতুন রক্তদাতা এই এ্যাপস-এ যুক্ত হতে থাকবে। এছাড়াও রক্তদাতা অনুসন্ধান করতে যারা রেজিস্ট্রেশন করবে তারাও চাইলে রক্তদাতা হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে। এভাবে সুবিধাভুগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে রক্তদাতার সংখ্যা বাড়তে থাকবে। রক্তদাতার তথ্যের পাশাপাশি সারাদেশের ৬৪ জেলার ২০০০ হাসপাতালকে অ্যাপ’র ডেটাবেজে সংরক্ষন করা হয়েছে। অ্যাপ’র সার্চিংঅ্যালগরিদম এমনভাবে করা হয়েছে যে, কম সময়েরমধ্যে রক্তদাতার সন্ধান পাওয়ার জন্য হাসপাতাল সমূহের জিওলোকেশন ও রক্তদাতার বর্তমান ঠিকানা বিবচনায় নিয়ে রক্তদাতা সন্ধান করবে। যার ফলে রোগীর চিকিৎসাধীন হাসপাতালের আশেপাশে অবস্থানকারীদের মধ্য থেকে রক্তদাতা সন্ধান করা হবে।

রক্তদাতা অনুসন্ধান করতে প্লে-স্টোর/এপস্টোর থেকে এ্যাপসটি ইনস্টল করে প্রথমে কয়েকটি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতেহবে। দুইধরনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে ।

কুইক রেজিস্ট্রেশনঃ রক্তগ্রহীতা/রক্তের সন্ধানকারী নিজে রক্ত দেওয়ার উপযুক্ত নয় বা দিতে নাচাইলে কুইক রেজিস্ট্রেশন করে রক্তের সন্ধান করতে পারবে। তবে পরবর্তীতে রক্তদিতে চাইলে কিছু অতিরিক্ত তথ্য আপডেট করে নিজেকে রক্তদাতা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশনঃ পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বর্তমান ঠিকানাসহ আরো ২/৩ টি তথ্য যুক্ত করতে হবে। একজন পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পোটেনশিয়াল রক্তদাতা হিসেবে বিবেচিত হবে।

রক্তদাতা অনুসন্ধানে রক্তগ্রহীতা/সন্ধানকারী প্রথমে বাঁধন অ্যাপ-এ লগইন করে প্রয়োজনীয় রক্তের গ্রুপ ও হাসপাতালের তথ্য দেওয়ার পর অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে ৫ জন রক্তদাতার তথ্য সরবরাহ করা হবে। প্রদর্শিত হওয়া নাম্বাওে কলকরার পর যদি কাঙ্খিত রক্তদাতা পাওয়া না যায়, সেক্ষেত্রে পুনরায় আরও ৫জনের তথ্য চলে আসবে। এভাবে রক্তগ্রহীতা/সন্ধানকারী একবারে সর্বোচ্ছ ২৫জনের তথ্য পর্যায়ক্রমে পাবে। এতেও যদি প্রয়োজনীয় রক্তদাতার সন্ধান না পাওয়া যায় তাহলে হাসপাতালের ঠিকানা অনুসারে পার্শ্ববর্তী বাঁধন ইউনিটে চাহিদাটি স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট ইউনিট তার ডোনার লিস্ট থেকে  চাহিদাকৃত রক্ত সংগ্রহ করার চেষ্টা করবে।

বাঁধন অ্যাপ-এ রক্তদাতা সংরক্ষণ (বুকিং) এর ব্যবস্থা রয়েছে। একজন ইউজার চাইলে জরুরী প্রয়োজনে সর্বোচ্চ ৭ দিন পূর্বে রক্তদাতাকে সংরক্ষণ (বুক) করতে পারবে। বুকিং ডেট শেষ হওয়ার পর সংরক্ষিত রক্তদাতা আবার রক্তদাতার তালিকায় চলে আসবে এবংসন্ধানের আওতায় আসবে।

Ineligible (পূর্ববর্তী রক্তদানের পর থেকে ১২০ দিন অতিক্রান্ত হয়নি) ডোনারদেরকে বারবার কল করা পরিহার করতে অ্যাপ-এ বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে রক্তদাতা/রক্তগ্রহীতা/সন্ধানকারী পরবর্তী ২৪ ঘন্টারমধ্যে রক্তদান সম্পর্কিত তথ্য হালনাগাদেও জন্য অনিবার্য নোটিফিকেশন পূরণ করলে রক্তদানের তথ্য হালনাগাদ হবে এবং রক্তদানকারী  বারবার কল পাওয়া থেকে বিরত থাকবে।

অসুস্থতা ও জরুরী প্রয়োজনে একজন রক্তদাতা নিজেকে রক্তদানের লিস্ট থেকে সাময়িক/স্বায়ীভাবে অবমুক্ত করতে পারবে। রক্তদাতা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে eligible রক্তদাতার তালিকা থেকে নিজেকে বিরত রেখে অনুসন্ধানের আওতামুক্ত থাকতে পারবে।

খুব শীঘ্রই এই অ্যাপ-এ যুক্ত হবে রক্তদাতা ও রক্তগ্রহীতা’র জিওলোকেশন ভিত্তিক অনুসন্ধান। যারফলে রক্তদাতা’র বর্তমান ও স্থায়ী ঠিকানার পরিবর্তে বর্তমান“লোকেশন”বিবেচনায় এনে অনুসন্ধান করা হবে।