
অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- ০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৮

বিএনপির ডাকা তৃতীয় দফায় দেশ জুড়ে অবরোধের সমর্থনে ঢাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭ টার দিকে শাহনেওয়াজ হোস্টেল গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে।
জানা যায়, ঢাবি ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের গেট থেকে শুরু হয়ে বিডিআর ৩ নম্বর গেটে পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদকবৃন্দ ও হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।