অবরোধ সমর্থনে আজিজুল হক কলেজে ছাত্রদলের তালা
- ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮
বিএনপির অবরোধ সমর্থনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ফটকে তালা দিয়েছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। সোমবার (৬ নভেম্বর) ভোররাতে কলেজটির বেশ কয়েকটি ফটকে তালা ঝুলিয়ে ব্যানার লাগিয়েছে শাখা ছাত্রদল।
সরেজমিনে দেখা যায় তালা ঝুলানোর পাশাপাশি ফটকগুলোতে ছাত্রদল নেতা মো. হাবিবুর রশিদের নামে ব্যানার টানানো হয়েছে। তাতে লেখা রয়েছে, রাষ্ট্র মেরামতের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এবং আরও লেখা রয়েছে, এক দফা দাবি আদায়ের লক্ষে সর্বাত্মক অবরোধ।
এর আগে বিএনপির ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফার দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকসহ অন্যান্য অনুষদ ও ভবনে তালা দেয়।
গতকাল (৫ নভেম্বর) ঢাকা কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকগুলোতে তালা দেয় ছাত্রদল।