কুর্মিটোলায় শ্রাবণের নেতৃত্বে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

অব
আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন সকালে রাজধানীর নিকুঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৫ নভেম্বর) কুর্মিটোলা হাসপাতালের সামনে ঢাকা-গাজীপুর রোডে আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করে তারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ চলাকালে সরকার পতনের দাবিতে শ্লোগান দেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মণ্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ,খাইরুল আলম সুজন, এ আর লিটন, খোরশেদ আলম লোকমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাওলাদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।