
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক
- ০৫ নভেম্বর ২০২৩, ১১:০৮

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে পুলিশ আটক করেছে। শনিবার (৪ নভেম্বর) তাকে আটক করা হয়েছে বলে বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইং থেকে গণমাধ্যকমে জানানো হয়েছে।
এছাড়া রোববার (৫ নভেম্বর) ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাব। রাজধানীতে নাশকতা, সহিংসতা ও পুলিশ হত্যা মামলার আসামি তিনি।
আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার
রোববার ভোরে গাজীপুরের টঙ্গী থেকে তাকে আটক করা হয়। তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি টঙ্গী এলাকায় আত্মগোপন ছিলেন বলে র্যাব জানিয়েছে।