নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে, পুলিশসহ আহত অর্ধশত
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুটি বাস ভাঙচুর করা হয়েছে। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘিরে এ চিত্র দেখা গেছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা মিছিল ও পিকেটিং করছেন।
এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র্যাবের টহল অব্যাহত আছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তাও আছে।