আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন করা হবে।

সোমবার (৩০ অক্টোবর) প্রধানন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৪ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে বেলজিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ও ২৬ অক্টোবর ফোরামে যোগ দেন তিনি।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এ সময়ে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্র ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও বৈঠক করেন। ২৬ অক্টোবর বেলজিয়ামে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।