এজেন্ট দিয়ে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে সহিংস করেছে সরকার: জোনায়েদ সাকি
- ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৯
সরকার বিভিন্ন এজেন্ট দিয়ে উসকানিমূলক কাজ করিয়ে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে সহিংসতার চেহারা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বিএনপির ডাকা হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চের মিছিল শেষে আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন এলাকা থেকে মিছিলটি বিজয়নগরসহ বিভিন্ন এলাকা ঘুরে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।
হরতালের সমর্থনে এই মিছিল শেষে জোনায়েদ সাকি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে গতকালের শান্তিপূর্ণ সমাবেশে প্রধান বিচারপতির বাসভবনের ফটকে, সাংবাদিকদের ওপর, পুলিশ হাসপাতালের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা করে একজনকে হত্যা করা—এসব ঘটিয়েছে। এজেন্টদের দিয়ে এই ধরনের উসকানিমূলক কাজ করিয়ে শান্তিপূর্ণ সমাবেশকে সহিংসতার চেহারা দিয়ে এই আন্দোলনের ওপর দমন–পীড়নের অজুহাত তৈরি করতে চায় সরকার। নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায়। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকে তারা গ্রেপ্তার করেছে।