ঢাবি এলাকার ছিন্নমূল পথশিশুদের মাঝে উপবৃত্তি প্রদান
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
ইসলামিক রিলিফ বাংলাদেশের অার্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ৭৩ জন ছিন্নমূল পথশিশুদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার সৌহরাওয়ার্দী উদ্যান উপবৃত্তি প্রদানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ কামরাঙ্গীরচর ফিল্ড অফিসের অফিস ইনচার্জ মোঃ অামানুল্লাহ। অারও উপস্থিত ছিলেন ওয়াহেদুল মোমেন, মোঃ ফিরোজ রশিদ প্রমুখ।
ঢাবির টিএসসিস্থ ডাচ্ বাংলা বুথে মোবাইল রকেট একাউন্টের মাধ্যমে টিএসসি, সৌহরাওয়ার্দী উদ্যান, কেন্দ্রীয় শহীদ মিনার, হাইকোর্ট গেইট, পুরাতন রেলওয়ে কলোনীর মোট ৭৩ জন ছিন্নমূল পথশিশুদের মাঝে প্রতিজনকে ৩ মাসের পাচঁশত করে মোট ১ হাজার পাঁচশত টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।