কক্সবাজার সৈকতে প্রাণ হারাল দুই স্কুলছাত্র
- ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৫
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। দুজনই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতরা হলো– শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং মৃত মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে সৈকতের শৈবাল পয়েন্টে বন্ধুরা মিলে গোসলে নামে। একপর্যায়ে স্রোতে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এ সময় অন্যদের চিৎকারে বিচকর্মী ও লাইফ গার্ডের সদস্যরা সাজিনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে আরিফুল ভেসে যায়। পরে সাজিনকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: হাবিপ্রবির ফিশারিজ পুকুরে পড়ে এক ছাত্রীর মৃত্যু, আরেকজন আইসিইউতে
তিনি আরো বলেন, ঘটনার পর নিখোঁজ আরিফুলের সন্ধান চালাতে থাকেন লাইফ গার্ড ও বিচকর্মীরা। তারা শৈবাল পয়েন্ট থেকে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে এক স্কুলছাত্রকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার।