গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত
- ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৭
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে ইতিমধ্যে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন।
ইসরায়েলি বাহিনী বলছে, হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে, গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের নির্বিচার বিমান ও গোলা হামলায় দুই শতাধিক নারী–শিশুসহ এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ১২০০
দুপক্ষই বলছে, পাল্টাপাল্টি হামলায় নিহত মানুষের বেশির ভাগই বেসামরিক।ওসিএইচএ বলছে, বাস্তুচ্যুত মানুষের মধ্যে ২ লাখ ২০ হাজার বা দুই–তৃতীয়াংশ জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। আরও ১৫ হাজার মানুষ বাড়িঘর থেকে পালিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। বাকি এক লাখের মতো মানুষ আত্মীয়স্বজন, প্রতিবেশী, গির্জা ও গাজা সিটির অন্যান্য আশ্রয়কেন্দ্রে গেছেন।