স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডাম
ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডাম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডাম (ভিইউ)। বাংলাদেশসহ সকল নন-ইউরোপীয়ান দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১  ডিসেম্বর ২০২৩।  

১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয় ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডাম (VU বা ভিইউ আমস্টারডাম)। এটি নেদারল্যান্ডের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ভিইউ আমস্টারডামে বেশ কয়েকটি অনুষদ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ৫০ টি স্নাতক, ১৬০ টি স্নাতকোত্তর এবং বেশ কয়েকটি পিএইচডি প্রোগ্রাম অফার করে থাকে। বেশিরভাগ প্রোগ্রামই ইংরেজিতে অফার করে থাকে।

সুযোগ-সুবিধাসমূহ—
•  ১ম বছর ফ্রি টিউশন ফি।
• ২ বছরের কোর্সে ১ম বছরে ভালো ফলাফল বজায় রাখলে ২য় বছরের টিউশন ফিও মওকুফ করা হবে।
তবে জীবনযাত্রার খরচের জন্য কোন অতিরিক্ত ভাতা প্রদান করবে না।

আরও পড়ুন: ডাড স্কলারশিপ নিয়ে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুন জার্মানিতে

আবেদনের যোগ্যতাসমূহ—
• নন ইউরোপীয়ান দেশের নাগরিক হতে হবে।
• একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
• ইতিমধ্যে ভর্তি হয়েছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 
• ভ্রিজ ইউনিভার্সিটিতে ভর্তির সব ধরনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে