কাকরাইলে এসএ পরিবহন ভবনের আগুন নিয়ন্ত্রণে
- ১৬ আগস্ট ২০২৫, ১৪:৫১
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়েছে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া ফায়ার সার্ভিস। ১০টা ১৫ মিনিটে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আরো পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
কাকরাইল এসএ পরিবহনের চার তলা ভবনে এ আগুন লাগে। শুরুতে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় রয়েছে। পরে বেলা ১১টার নিকে আগুন নিয়ন্ত্রণে আসে।