যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি, ৫ জন আহত

মরগান স্টেট ইউনিভার্সিটি
মরগান স্টেট ইউনিভার্সিটিতে গুলির পর পুলিশের টহল

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মরগান স্টেট ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

এনবিসি ও সিএনএন জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি। আহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: নজিরবিহীন পদক্ষেপে পদ হারালেন যুক্তরাষ্ট্রের স্পিকার ম্যাকার্থি

পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অস্ত্রধারীকে আটকের জন্য অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশের হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৯ হাজার শিক্ষার্থী রয়েছে।