‘মেসেজ টু কমিশনারে’ সরাসরি অভিযোগ জানানো যাবে: ডিএমপি কমিশনার

ডিএমপি নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান
ডিএমপি নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন, শিগগির একটি ডেডিকেটেড নম্বর চালু করা হবে, যাতে নাগরিকরা সরাসরি কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারে। এ ছাড়াও  আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে অপরাধীরা যাতে প্রকাশ্যে অবৈধ অস্ত্র বহন করতে না পারে সেজন্য কঠোর নজরদারি করা হবে বলে ঘোষণা দিয়েছেন। 

আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অঙ্গীকারের কথা জানান কমিশনার হাবিবুর রহমান। 

তিনি জানান, এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, শিগগির একটি ডেডিকেটেড নম্বর চালু করা হবে, যাতে নাগরিকরা সরাসরি কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারে। এই উদ্যোগের লক্ষ্য প্রতিটি নাগরিকের কাছে পুলিশের পরিষেবাগুলো সহজ করা।
ডিএমপি প্রধানের বক্তব্য অনুসারে নাগরিকদের 'মেসেজ টু কমিশনার' পাঠানোর মাধ্যমে সরাসরি অভিযোগ করার ক্ষমতা থাকবে।

থানা, জোনাল সহকারী কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, কমিশনারের কার্যালয়ে পৌঁছানোর আগে যথাযথ পর্যায়ে অভিযোগ গ্রহণ, সমাধান এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই নির্দেশনাগুলো করা হয়েছে।

অনুমতি ছাড়া বিএনপির সমাবেশের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো রাজনৈতিক দল পূর্বানুমতি ছাড়া সমাবেশ করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে ।

তিনি বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমাদের প্রধান উদ্বেগের বিষয়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা ও নিরাপত্তার ক্ষতি করে এমন কিছু আমরা হতে দেব না।'

ডিএমপি প্রধান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের আগে মার্কিন ভিসা বিধিনিষেধের বিষয়ে ডিএমপি প্রধান বলেন, ডিএমপিতে এটি প্রভাব ফেলবে না কারণ এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। আমি মনে করি না বাংলাদেশ পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।