প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৭টি বৃক্ষ রোপণ করেছে হাবিপ্রবি ছাত্রলীগ


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ৭৭ টি বৃক্ষ রোপণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাক‌।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাসুদ রানা মিঠু বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৭ তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাইয়ের নির্দেশনায় বিভিন্ন প্রজাতির ৭৭টি বৃক্ষ রোপন এবং দেশরত্নের দীর্ঘায়ু কামনা করে আমরা দোয়া মাহফিলের আয়োজন করি।