প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ
- ১৬ আগস্ট ২০২৫, ১৫:৫৭
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ টি বৃক্ষরোপণ করেছে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল(১১টায়) কবি নজরুল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার। এ সময় নানারকম ফুল ও ফলের গাছ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোপন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কমনা করে দোয়া মাহফিল করা হয়।
এসময় শাখা ছাত্রলীগের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।