টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে চার পরিবর্তন।

নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়ে। বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম দলে ফিরেছেন। এছাড়াও অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। অসুস্থতার কারণে তাসকিন এবং ইনজুরির শঙ্কায় মিরাজ নেই স্কোয়াডে। একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেন ও এনামুল হক বিজয়ের। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। সিরিজ বাঁচাতে হলে আজ শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে মুখোমুখি বাংলাদেশ।