তুর্কি বুর্সলারি স্কলারশিপের খুঁটিনাটি

তুর্কি বুর্সলারি স্কলারশিপের খুঁটিনাটি
তুর্কি বুর্সলারি স্কলারশিপের খুঁটিনাটি © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে তুরস্কের শিক্ষাব্যবস্থা খুবই মানসম্মত। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে  বিনা মূল্যে অধ্যায়নের  সুযোগ দিয়ে তুরস্ক সরকার।“তুর্কি বুর্সলারি স্কলারশিপ“ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের কাছে তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হচ্ছে এটি। দুই দশক ধরে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই ৫০ এর অধিক শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে থাকে। এই স্কলারশিপ শুধু মাত্র একজন শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয় না। শিক্ষার্থীর এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি থাকাটাও জরুরী। তবে এই স্কলারশিপে আপনাকে প্রথমে ১ বছর তুরস্কের ভাষা শিখতে হবে।

তুরস্কে বর্তমানে  ২০৯ টি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যং কিং এ উপরের সারিতে। এরমধ্যে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে- মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা, বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইস্তাম্বুল, আঙ্কারা ইউনিভার্সিটি, আঙ্কারা-ইস্তাম্বুল ইউনিভার্সিটি, হাজেতেপে ইউনিভার্সিটি, আঙ্কারা, এগে ইউনিভার্সিটি, ইজমির, ডকুজ এইলুল ইউনিভার্সিটি, ইজমির।

সুযোগ-সুবিধাসমূঃ-  
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। 
* স্নাতকের জন্য ৭৫০ তুর্কি লিরা  ( বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার টাকা) প্রদান করবে।
* স্নাতকোত্তরে জন্য ৯৫০ তুর্কি লিরা ( বাংলাদেশি টাকায় প্রায় (৬ হাজার টাকা) প্রদান করবে।
* পিএইচডির জন্য প্রায় ১৪৫০ তুর্কি লিরা  ( বাংলাদেশি টাকায় প্রায় ৯০০০ টাকা) প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে । স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। স্নাতকোত্তর এবং 
 পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়।
* স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।
* ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ।

আবেদনের যোগ্যতাঃ-  
* তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না।
* স্নাতকে সর্বোচ্চ ২১ বছর।
* স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর।
• পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর।
* স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে 
  ৯০% নাম্বার এবং বাকি অন্যান্য সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৭০% নাম্বার থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্বপ্ন যাদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার, স্কলারশিপ যেভাবে পাবেন

প্রয়োজনীয় নথিঃ-  
* সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের ছবি।
* পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি)।
* সব পরীক্ষার সার্টিফিকেট।
* সব পরীক্ষার মার্কশিট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুটি রেফারেন্স লেটার।
* একটি মোটিভেশনাল লেটার।
* স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
* একটি রিসার্চ প্রপোজাল।
* টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
* এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি ইত্যাদি)।

আবেদনের সময়সীমাঃ- 
প্রতিবছর জানুয়ারি মাসের ১০ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সাধারণত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত এই আবেদন করার সুযোগ থাকে। 

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যায়। তুর্কি বুর্সলারি স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/en/page/prospective-students/turkey-the-home-of-education?fbclid=IwAR05E9eHi9decPwAWh44dF2X6bxZoLrEyLQ7LoL_YIjVmMKrOvCU7LEBl0I