অভিনেতা বিজয়ের স্কুল পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিনেতা বিজয়ের পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অভিনেতা বিজয়ের পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

দক্ষিণের বিখ্যাত অভিনেতা এবং সঙ্গীত সুরকার বিজয় অ্যান্টনির ১৬ বছর বয়সী মেয়ে মীরা অ্যান্টনি মারা গেছেন। চেন্নাইয়ে নিজের বাড়ি থেকে মিরার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মীরার হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত পুরো পরিবার এবং আত্মীয়স্বজন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে মিরাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মিরার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান। 

মানসিক চাপের কারণে মিরা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষণ্ণতা কমানোর জন্য তার চিকিৎসাও করানো হচ্ছিল। এই বিষয়ে পুলিশ মিরার স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

vijayantonydaughter 1695093019

প্রসঙ্গত উল্লেখ্য, বিজয় অ্যান্টনি আজ দক্ষিণ ভারতীয় সিনেমার একটি বিখ্যাত নাম। তিনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। এরপর সংগীত রচনায় নামেন। সেখানে দারুণ সাফল্য অর্জন করেন বিজয়। গত ২০০৬ সালে ফাতিমাকে বিয়ে করেন এবং তারপর দুই কন্যা সন্তান মীরা এবং লারার জন্ম হয়।