টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা © ফাইল ছবি

চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি থাকায় এ সুযোগ পাচ্ছেন তারা। পরের দুদিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতি, শুক্র ও শনিবার ছুটি পাচ্ছেন।

তবে বেসরকারি চাকরিজীবীরা দুদিন ছুটি পাবেন। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সফর মাসকে ৩০ দিন হিসাব করে ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ২৮ সেপ্টেম্বর দিবসটি উদ্‌যাপন হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার। সভায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১৬ সেপ্টেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। ১৭ সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে।