সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৭০ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাই

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। এই পদোন্নতির ফলে তাঁরা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। 

বুধবার এই পদোন্নতির বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৮ জন সিনিয়র সহকারী সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। অপর দুজন শিক্ষা ছুটি বা লিয়েন রয়েছেন। শিক্ষা ছুটি বা লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর এই দুজনের পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।