শাহবাগে ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ১
- ১৭ আগস্ট ২০২৫, ১৪:৫০
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। এ সময় আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভকে আটক করা হয় বলে জানা গেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে শাহবাগ থানার কাছাকাছি পৌঁছাতেই রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
আন্দোলনরত বেলাল হোসেন নামে একজন বলেন, আমরা শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম। সেখানে পুলিশ ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম দেয়। এরপর আমরা থানায় আত্মসমর্পণ করতে আসলে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমাদের আহ্বায়ক শুভ ভাইকে ধরে নিয়ে যায়৷