পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থী দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ জেলা মানচিত্র
ময়মনসিংহ জেলা মানচিত্র © ফাইল ছবি

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- কাজা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আল আমিনের ছেলে আবির হোসেন রিয়ান (৯) এবং মো. ইজাজুল হকের ছেলে ইমাম হাসান (৭)। তারা সর্ম্পকে চাচাতো ভাই। রিয়ান কাজা সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাসান স্থানীয় আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ছিল।

তিনি জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল এই দুই শিশু। এ সময় হঠাৎ তারা পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।