নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার
- ১৭ আগস্ট ২০২৫, ১৪:৫৪
নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ফাইজুল মিয়া (১৬)। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে জানায়।। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
আরও পড়ুন: দ্রুত যোগদানের দাবিতে শিক্ষামন্ত্রী-শিক্ষা সচিবকে স্মারকলিপি
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, ফাইজুল মিয়া এ কলেজের শিক্ষার্থী না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোসলে নেমে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে কাজ করছে পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।