সাত কলেজের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ কাল থেকে

ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ
ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের অনার্স প্রথম বর্ষ (পুরোনো সিলেবাস) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সাত কলেজসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন এবং ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিশেষ গ্রেড উন্নয়ন (যদি আলোচ্য পরীক্ষায় উল্লিখিত শিক্ষাবর্ষে এফ গ্রেড অথবা অনুপস্থিত থাকে) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।