শিক্ষকদের আচরণ বিধিমালা তৈরির সভা কাল
- ১৭ আগস্ট ২০২৫, ১৪:৫৮
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণ বিধিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিধিমালার খসড়া প্রণয়নে আগামী বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণ বিধিমালার খসড়া প্রণয়নে অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি অধিশাখা-২ এর যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ প্রশাসন ও মাধ্যমিক শাখার উপপরিচালক, কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে বলা হয়েছে।