অধিনায়ক ঠিক করতে বৈঠকে বিসিবি
- ১৮ আগস্ট ২০২৫, ১১:২০
ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক ঠিক করতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।
ধারণা করা হচ্ছে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই ঘোষণা করা হবে। সবদিক বিবেচনায় সাকিবই যে পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সেটি মানেন নাজমুল হাসান পাপনও।
এমনিতে আগেও অধিনায়ক হিসেবে সাকিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।
বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, 'সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি।