বিএনপি নেতা খন্দকার মোশাররফ হাসপাতালে ভর্তি
- ১৯ আগস্ট ২০২৫, ১৩:০৩
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। তিনি এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন।
আরও পড়ুন: ১৩ বছরের চাকরি ছেড়ে আইসক্রিম বিক্রি শুরু সানোয়ারের
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির এই নেতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।