ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩০
ভোলার বোরহানউদ্দিনে ট্রাক্টরের ধাক্কায় তাহরিন ( ১১ ) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের খেওয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত তাহারিন ওই ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী বাদল খলিফার ছেলে এবং স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, ইটবোঝাই একটি ট্রাক খেওয়াঘাট থেকে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলযোগে আসা স্কুলছাত্র তাহরিনকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক্টর চালক চরআলগী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শাকিবকে (২১) আটক করে গাড়িসহ পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।