বিএসএমএমইউতে এমডি-এমএস করতে খরচ বাড়ল পরীক্ষার্থীদের

বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। নতুন করে ২০ শতাংশ বেশি ফি দিতে হবে শিক্ষার্থীদের। গত বছরের ১৭ ডিসেম্বর সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত মতো দুই ফেজের ফি সমন্বয় করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রোববার (২৮ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কোর্স পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমডি/এমএস ফেজ-‘এ’র পরীক্ষার ফি ১২ হাজার ৩০০ টাকা এবং ফেজ-‘বি’র ফি ১৩ হাজার ৭৪০ টাকা। ফেজ ‘এ’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬২ হাজার ৩০০ টাকা ও ফেজ ‘বি’র প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ ফি ৬৩ হাজার ৭৪০ টাকা।

মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও প্যাডিয়াট্রিক্স অনুষদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৬ ও ১৭ জুলাই। বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স’র পরীক্ষা হবে আগামী ২২ ও ২৭ জুলাই।