সরকারি গণগ্রন্থাগারে চুরি
- ২০ আগস্ট ২০২৫, ১০:৩০
ফরিদপুরে সরকারি গণগ্রন্থাগারে টয়লেটের ভেন্টিলেটরের কাঁচ ভেঙে ও শিক কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসকক্ষের একটি ল্যাপটপ, ট্যাব, চারটি নতুন কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা গণগ্রন্থাগারটির সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানান, সকালে পরিচ্ছন্নতাকর্মী জহিরুল অফিসকক্ষের তালা খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন। তিনি দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে যান। চুরির পাশাপাশি সব ফাইল ও কাগজ তছনছ করেছে চোর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে সহকারী গ্রন্থগারিককে পরামর্শ দেওয়া হয়েছে।”