একদিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বড় চমক ফাহাদের

খেলাধুলা
এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ফাহাদের চমক

বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলেছিলেন ফাহাদ রহমান। যেকোনো দাবাড়ুর কাছেই বিশ্বকাপে খেলা স্বপ্নের ব্যাপার। ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় দারুণ সময় কাটাচ্ছেন ফাহাদ। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলায় একই দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বড় চমকই দেখিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। রীতিমতো সাড়া ফেলেছেন ভিয়েতনামের টুর্নামেন্টে।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে এক ড্র ও তিন জয়ে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ফাহাদ। ড্রয়ে প্রতিযোগিতা শুরুর পর টানা তিন ম্যাচ জিতলেন তিনি। এর আগেও বিভিন্ন টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টারদের হারিয়েছেন ফাহাদ। তবে এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর অভিজ্ঞতা তার এবারই প্রথম।

বিকালে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্রকে হারিয়েছেন ফাহাদ রহমান। তার আগে সকালে হারান ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টারকে

এ প্রতিযোগিতায় মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে হারানোর পর চতুর্থ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রর বিপক্ষে জেতেন ফাহাদ। সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল মাস্টার সিদ্ধার্থ জগদিশের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিলেন ফাহাদ। দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার আইএম সেক কনস্টেন্টাইনের সঙ্গে জেতেন ফাহাদ। পঞ্চম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার ভো থি কিম। 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ক্রিকেটার জাকির হাসান

চার ম্যাচে ফাহাদের পয়েন্ট সাড়ে ৩। নিজের স্বপ্নের প্রথম জিএম নর্ম পেতে ৯ ম্যাচে ৭ পয়েন্ট দরকার তার। বাংলাদেশের একজন আইএমের পক্ষে একই দিনে ভিনদেশি দুজন জিএমকে হারানো সহজ নয় মোটেও। তবে দারুণ ছন্দে থাকা ফাহাদ কঠিন কাজটাই করে দেখিয়েছেন।