গাছ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

 শেখ তৌফিক ওমর
শেখ তৌফিক ওমর ©

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আম গাছ থেকে পড়ে মারা গেছেন শেখ তৌফিক ওমর নামে এক শিক্ষার্থী। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাপানÑবাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যু হয় তার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওমর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ঢাবির পল্লী কবি জসীম উদ্দিন হলের আবাসিক ওই শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে হলের বন্ধুদের সঙ্গে আম পাড়তে বের হন তৌফিক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের আম গাছ থেকে পড়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে জাপানÑবাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হয়। সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটÑআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তৌফিকের বন্ধু ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র হোসেন আলী বলেন, গাছ থেকে পড়ার সময় প্রথমে মাথার অংশ পাকা রস্তায় পড়ে। যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান, উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশিদ আহমদ।