২৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট

নিয়োগ
বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (বিএইচপিআই)। প্রতিষ্ঠানটি তাদের সিআরপির একাডেমিক ইনস্টিটিউটে ১৩ ক্যাটাগরির পদে ২৩ জন নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম: 

১। ফিজিওথেরাপির অধ্যাপক

২। ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক

৩। পেশাগত থেরাপির সহযোগী অধ্যাপক

৪। ফিজিওথেরাপির সহকারী অধ্যাপক

৫। সহকারী অধ্যাপক অকুপেশনাল থেরাপি

৬। সহকারী অধ্যাপক স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি

৭। পুনর্বাসন বিজ্ঞানের সহকারী অধ্যাপক

৮। ইংরেজি সহকারী অধ্যাপক

৯। ফিজিওথেরাপির প্রভাষক

১০। অকুপেশনাল থেরাপির প্রভাষক

১১। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রভাষক

১২। পুনর্বাসন বিজ্ঞানের প্রভাষক

১৩। প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স প্রভাষক

যোগ্যতা: একাডেমিক ক্যারিয়ারে কোনো ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত দেখুন (https://www.crp-bangladesh.org/career) এই ওয়েবসাইটে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের (জন্মসূত্রে বাংলাদেশী) যোগাযোগের টেলিফোন/মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল আইডি, একটি উল্লেখ করে প্রাসঙ্গিক নথিপত্র (যেমন একাডেমিক সার্টিফিকেট, প্রকাশনা, এনআইডি ইত্যাদির ফটোকপি) সহ ফরোয়ার্ডিং চিঠি, প্রাসঙ্গিক নথিপত্র ও ফরওয়ার্ডিং সহ সিভির ৫টি হার্ড কপি জমা দিতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা: প্রিন্সিপাল, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (বিএইচপিআই), সিআরপি, চাপাইন, সাভার, ঢাকা-১৩৪৩।

আবেদনের শেষ সময়: ৬ জুন, ২০২৩।