ববিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৮ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ববি) মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৮.১০ শতাংশ। 

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত একযোগে ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিএনসিসি, রোবার স্কাউটসহ সকলে আমাদের সাথে কাজ করছে। এখন পর্যন্ত কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৫৮৬ জন। মোট উপস্থিত ছিল ৩৫১৮ জন এবং উপস্থিতির হার ছিল ৯৮.১০ শতাংশ।  অনুপস্থিত ছিল ৬৮ জন।