এসএসএসি পরীক্ষা
দায়িত্বে অবহেলায় হল সুপারসহ ৭ শিক্ষককে অব্যাহতি
- নোয়াখালী প্রতিনিধি
- ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯
নোয়াখালী সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বের অবহেলার অভিযোগে ১ হল সুপার সহ ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ের পরীক্ষার সময় কেন্দ্র সচিব মো. টিপু সুলতানের লিখিত এক আদেশে তাদের অব্যাহতির ঘোষণা দেয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন: হল সুপার ও খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন ও এক সহকারী শিক্ষক সহ মোট ২জন। অন্যদের মধ্যে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২জন, করমূল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২ জন, গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ১ জন।
এ নিয়ে কেন্দ্র সচিব মো. টিপু সুলতান জানিয়েছেন, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নোয়াখালী কর্তৃক পরিদর্শনকালে উক্ত শিক্ষকগণ কেন্দ্রের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে।