সিকৃবিতে সাউরেসের নতুন অফিস উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষণা সূচারুভাবে পরিচালনার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) বেলা ১১টায় উক্ত অফিসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।

সাউরেসের পরিচালক অধ্যাপক ড. মোঃ ছফি উল্লাহ ভূঞার সভাপতিত্বে, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা। সিলেট অঞ্চলের লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান,  মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর,  সাউরেসের সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মোঃ সায়েম উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. বদরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অফিস উদ্বোধনী শেষে সাউরেস নতুন ভবনের সামনে দুটি কাঁঠাল গাছ রোপন করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে সাউরেস প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার অর্থায়নে ৪৯৩টি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং ৯৩টি প্রকল্প চলমান  রয়েছে।