চিফ হিট অফিসার বুশরা আফরিনের কোভিড পজেটিভ

বুশরা আফরিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। আজ শুক্রবার (৫ মে) দুপুরে টেস্টের পর তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

আজ বিকেলে বুশরা আফরিনের ফুফাতো ভাই তৌফিক ফোনে গণমাধ্যমবে এ তথ্য নিশ্চিত করে জানান, বুশরা এখন বাসায় আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। সে এখন আইসোলেশনে আছে, বাসাতেই চিকিৎসা চলছে।

এর আগে গত বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। 

এ বিষয়ে তাদের সঙ্গে ঢাকা (উত্তর) সিটি করপোরেশন একটি সমঝোতা চুক্তি সই করে। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে। বাংলাদেশে পোশাককর্মীদের অধিকার রক্ষা ও টেকসই পোশাক রপ্তানি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার বাবাও একজন সফল রপ্তানিমুখী পোশাক ব্যবসায়ী।