৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষায়ও দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে।

দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় এবার নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএস পরীক্ষার আসনবিন্যাস নিয়ে প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, কিছু অসাধু পরীক্ষার্থী ত্রুটিপূর্ণ আসনবিন্যাসের সুযোগ নিয়ে থাকেন। এরপর ওই বিসিএসের লিখিত পরীক্ষায় দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করে পিএসসি। এবার ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হচ্ছে।