গণিতে ১০০-তে ১০০, ফিজিক্সে ৯৫, সামান্থার দশম শ্রেণির রেজাল্ট ভাইরাল
- ২১ আগস্ট ২০২৫, ১০:১৭
তিনি যে ভাল অভিনেত্রী, সে বিষয়ে সন্দেহ নেই কারও। কিন্তু স্কুলে যে তিনি একজন মেধাবী ছাত্রীও ছিলেন, তা অনেকেরই অজানা ছিল। এবার সেটাই জানিয়ে দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। সম্প্রতি নিজের দশম শ্রেণির পরীক্ষার রেজাল্টের ছবি টুইটারে শেয়ার করেছেন ‘আন্তাভা গার্ল’ খ্যাত সামান্থা। যা দেখার পর অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন।
ভাইরাল হওয়া ওই রিপোর্ট কার্ডে দেখা গেছে, দশম শ্রেণির পরীক্ষায় ইংরাজির দ্বিতীয় পত্রে ৭৪ পাওয়া বাদে বাকি প্রায় প্রত্যেকটি বিষয়েই তিনি ৮০-র উপরে নাম্বার পেয়েছেন। এমনকী অঙ্কের প্রথম পত্রে পেয়েছেন ১০০তে ১০০, দ্বিতীয় পত্রে ৯৯। এছাড়াও পদার্থবিদ্যায় ৯৫ এবং উদ্ভিদবিদ্যায় ৮৪ পেয়েছিলেন তিনি। শুধুই কি বিজ্ঞান বিভাগে ভাল নাম্বার? না, ইতিহাস-ভূগোলেও তাঁর নাম্বার অবাক করবে অনেককে। ইতিহাসে পেয়েছিলেন ৯১ এবং ভূগোলে ৮৩। ইংরাজি, তামিলেও ৮০-৯০ এর ঘরে নাম্বার পেয়েছেন তিনি।
সামান্থার এমন রেজাল্ট দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। রিপোর্ট কার্ডের একপাশে অভিনেত্রী সম্পর্কে শিক্ষকরা লিখে দেন, ‘সামান্থা এই স্কুলের সম্পদ।’
সামান্থার এক অনুরাগী ওই রিপোর্ট কার্ডের ছবিগুলো প্রথম পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি লেখেন, “একজন টপার, সর্বত্রই টপার। পড়ুয়া হিসাবে হোক, অভিনেত্রী হিসাবে হোক কিংবা অন্য যে কোনও ভূমিকাই হোক না কেন, সবেতেই তিনি সেরা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া