পানিতে ডুবে মেরিন শিক্ষার্থী রিয়াসাদের মৃত্যু

রিয়াসাদ বিন ফয়সাল
রিয়াসাদ বিন ফয়সাল

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে বাংলাদেশ মেরিন একাডেমির শিক্ষার্থী রিয়াসাদ বিন ফয়সালের (১৯) মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহাদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াসাদ বিন ফয়সাল একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর ছেলে। রিয়াসাদ চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের চাচাতো ভাই সায়েদ খান শান্ত বলেন, রিয়াসাদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে সে নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিজেদের পুকুরে নেমেছিলেন। নিজেদের মধ্যে সাতার প্রতিযোগিতার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অপমৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।