কারওয়ান বাজারের সুন্দরবন কুরিয়ারে আগুন
- ২১ আগস্ট ২০২৫, ১০:২১
কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। রবিবার (২৩ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা খালেদ বিন রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানান তিনি।