নিজের অ্যাপার্টমেন্টে পাওয়া গেল কে-পপ তারকা মুনবিনের লাশ

দক্ষিণ কোরিয়ান পপ তারকা মুনবিন
দক্ষিণ কোরিয়ান পপ তারকা মুনবিন © এবিসি নিউজ

দক্ষিণ কোরিয়ান পপ তারকা মুনবিনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে দেশটির রাজধানী সিউলে তার অ্যাপার্টমেন্টে ২৫ বছর বয়সী তারকার মরদেহ পাওয়া যায়। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। 

মুনবিনের রেকর্ড লেবেল ফ্যান্টিয়াগো বিবৃতিতে বলেছে, অপ্রত্যাশিতভাবে আমাদের পৃথিবী ছেড়ে মুনবিন আকাশের তারা হয়ে গেছেন। 

২০১৬ সালে বয় ব্যান্ড অ্যাস্ট্রোতে যোগদান করেন মুনবিন। এর আগে একজন অভিনেতা ও মডেল হিসেবে পরিচিত ছিলেন তিনি।