কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

দুই ট্রেনের সংঘর্ষ
দুই ট্রেনের সংঘর্ষ

কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সংঘর্ষের পর লাইনচ্যুত হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।