অস্বচ্ছলদের মধ্যে সিকৃবি বাঁধনের ঈদ উপহার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরেও অস্বচ্ছলদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

বাঁধন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানের ২৫টি অস্বচ্ছল পরিবারেদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও ১৭টি অস্বচ্ছল পরিবারকে নগদ অর্থসহ মোট ৪২টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

ঈদ উপহারে প্রত্যেক পরিবারকে দেড় কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, আধা লিটার তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবন, আড়াইশ গ্রাম ডাল দেয়া হয়।

আরও পড়ুন: এ বছরই সারাদেশে সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন বাঁধন সিকৃবি  ইউনিটের শিক্ষক উপদেষ্টা ড. মোঃ মাহফুজুল হক, ছাত্র উপদেষ্টা ডা. ইমরানুজ্জামান, ডা. মোঃ সাব্বির আহমেদ, ডা. খাদেমুল ইসলাম, বাঁধন সিকৃবি ইউনিটের বর্তমান সভাপতি নাইমা বেগম নোমা ও সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল সাদ। এছাড়াও বাঁধন সিকৃবি ইউনিটের বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাঁধনকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ মানবিক এই স্লোগানের আদর্শে গড়া  স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন  ‘বাঁধন’। দেশের মানুষকে রক্তদানে উৎসাহিত করতে কাজ করছেন সারা দেশে ছড়িয়ে থাকা সংগঠনটির লক্ষাধিক কর্মী।