আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ-ইএমবিএ করার সুযোগ, ক্লাস ৮ মে থেকে
- ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪
২০২২ শিক্ষাবর্ষের ওপেন ফল প্রোগ্রামের ৪২তম ব্যাচে এমবিএ এবং ইএমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা:
১। প্রার্থীদের যেকোনো বিষয়ে তিন বছরের বা চার বছরের স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার বা মেডিসিনে স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
২। আবেদনকারীর একাধিক পরীক্ষায় ৫.০০ স্কেলে তৃতীয় বিভাগ/শ্রেণী বা ২.২৫ এর কম জিপিএ বা ৪ স্কেলে জিপিএ ২.০০ গ্রহণযোগ্য হবে না।
৩। দুই বছরের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের নির্বাহী স্তরে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই ধরনের প্রার্থীদের দুটি অতিরিক্ত নন-ক্রেডিট কোর্স সম্পন্ন করতে হবে। চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।
ক্লাস শুরু হবে ৮ মে, ২০২৩ তারিখে