চোখের পলকে ঝরে গেল চারজনের প্রাণ
- ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬
চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক বলেন, বোয়ালখালীর আরকান সড়কের রায়খালী এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন।'
ওসি বলেন, এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।