অনলাইন ক্লাসের দাবিতে আন্দোলনে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতরের ছুটির আগে ও পরে ৫ দিন অনলাইনে ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে অনলাইন ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। 

শিক্ষার্থীরা জানান, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির আগে ১৬, ১৭, ১৮ এপ্রিল ও ঈদের পরে ২৬, ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে চান তারা।

আরও পড়ুন: ডুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদের পর।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের অনেকের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে তাই আমাদের যাওয়া আসায় অনেক সময় লাগে। কারো কারো যেতে আসতে ২ দিন পর্যন্ত সময় লেগে যায়। এজন্য আমরা চাই আমাদের উল্লেখ্য দিনগুলোতে যেনো অনলাইনে ক্লাস নেওয়া হয়। তাহলে আমাদের ঈদ যাত্রার কষ্টটা কিছুটা লাঘব হবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম জানায়, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।